Sunday, May 3, 2020

Poster design

I am a professional graphics designer. I used for design Adobe Photoshop and Adobe Illustrator. I have 3 years experience for this sector.

I offer now  # logo design # banner design # flyer design # facebook cover/you tube cover photo design #business card design # poster design # book cover design ..... And if you need a positive design for a poster, then write me an email:- sajalkundu811@gmail.com


Facebook cover photo design








I am a professional graphics designer. I used for design Adobe Photoshop and Adobe Illustrator. 

I offer now #logo design #banner design #flayer  #cover #business card #facebook cover photo design/YouTube cover photo design # Photo manipulation # Book cover design...And if you need a positive design for a facebook cover photo design, then write me an email: ... sajalkundu811@gmail.com

Dj Party Flayer

I am a professional graphics designer. I used for design Adobe Photoshop and Adobe Illustrator.

I offer now #logo design #banner design #flayer design #facebook cover photo design/ you tube cover photo design  #business card #photo manipulation #book cover design  ... And if you need a positive design for a party, then write me an email: ... sajalkundu811@gmail.com

Saturday, May 2, 2020

১৯ জেলায় আজ কালবৈশাখীর আঘাত আসছে



১৯ জেলায় আজ কালবৈশাখীর আঘাত আসছে


শুরু হয়েছে কালবৈশাখীর মৌসুম। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে আজ শনিবার (২ মে) বিকেলে দেশের ১৯টি জেলায় আঘাত করতে পারে কালবৈশাখী। এসময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। জেলাগুলোর নদীবন্দরে এক নম্বর সর্তকতা সংকেত জারি করা হয়েছে। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ পুলিশ নিয়ে কিছু কথা




কিছু বলার আগে আমি পুলিশ বাহিনীকে স্যালুট জানাতে চাই। আমি ছোট বেলা থেকে পুলিশকে শ্রদ্ধা করি। আমার বাবা একজন পুলিশবাহিনীর গর্বিত সদস্য। তিনি এখানে সম্মানের সহিত কাজ করেন। তিনি অনেক ভাল কাজের জন্য অনেক পুরুষ্কার পেয়েছেন। আর একটা কথা হলো, পুলিশ এর পোশাক গায়ে দিলে একটা অন্য রকম শক্তি চলে আসে।    

 বাংলাদেশ পুলিশ  বাংলাদেশের জন্ম লগ্ন থেকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে আসছ। মহান মুক্তিযুদ্ধেও পুলিশবাহিনী এক অগ্রনি ভুমিকা পালন করেছিল। ঠিক তখনি থেকে দেশের ক্রান্তিলগ্নে পুলিশবাহিনী ই দলমত নির্বিশেষে মানুষের প্রয়োজনেে এগিয়ে এসেছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ আজ অনেক উন্নতি করেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। 

তবে কিছু কিছু ক্ষেত্রে মাত্র কয়েকজন লোভী পুলিশ এর জন্য গোটা পুলিশ বাহিনীকে দূর্নাম বহন করতে হয়েছে। তারপরও সকল প্রতিকূলতা পার করে বাংলাদেশ পুলিশ আজ অনেক উন্নতি করেছে। বাংলাদেশ পুলিশ আজ বিশ্বের বিভিন্ন দেশে তাদের সুনাম অক্ষুন  রেখেছে। 

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বর্তমানে মহিলা পুলিশ নিয়োগের মাধ্যমে পুলিশবাহিনীকে জনগনের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে। 

বাংলাদেশ পুলিশ এর প্রতিটি সদস্য নিজের জীবন বাজি রেখে দেশ ও দেশের মানুষের সেবাই নিজেকে নিয়োজিত রেখেছেন। বাংলাদেশের মানুষ আজ শান্তির ঘুম ঘুমাই শুধুমাত্র পুলিশবাহিনীর জন্য। 

বাংলাদেশ তথা সারা বিশ্ব এখন এক দু্র্যোগের মধ্য দিয়ে যাচ্ছে।  এর নাম হলো (Covid-19) করোনা ভাইরাস। সারা বিশ্বে আজ মহামারী পরিস্থিতি সৃষ্টি করছে। কত মানুষ এ ভাইরাসে মারা গিয়েছেন তা সবার ই জানা। এটা এমন একটা রোগ, এটাতে আক্রান্ত হয়ে মারা গেলে দাফন/শেষকৃত্য করার জন্য কেউ আসে না, হোক সে স্ত্রী,পুত্র,মেয়ে, এমনকি বাবা-মা ও। কত কষ্ট এ মৃত্যুতে। সারা জীবননের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই রোগে। 

বিশ্বের বৃহত্তম দেশ গুলো এ রোগ থেকে বাচঁতে পারেনি। চীনের উহান প্রদেশ থেকে এর উৎপত্তি। সেখান থেকে ধীরে ধীরে সারা বিশ্বে এ ভাইরাস আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। ইউরোপের মধ্যে যুক্তরাষ্ট্র আক্রান্ত এর দিক থেকে এগিয়ে। এদেশে মৃত্যুর হারও বেশি।

দক্ষিণ এশিয়াতে এ ভাইরাস আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে প্রথমে আছে ভারত, এরপর পাকিস্তান ও বাংলাদেশ। 

বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে ৬৩ টিতে এ ভাইরাস আধিপত্য বিস্তার করেছে। এর ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। এরপর নারায়ণগঞ্জ, গাজীপুর বেশি মহামারী আকার ধারণ করেছে। এমতাবস্থায় আক্রান্ত রোগী ও মৃতদের নিকট কেউ আসছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নিজের পরিবার ও নিজের জীবন নের কথা না ভেবে ঝাপিয়ে পরছে সম্মুখযুদ্ধে। এ জন্য বর্তমানে বাংলাদেশ পুলিশবাহিনীর ৫০০ এর অধিক সদস্য আক্রান্ত হয়েছেন এবং ৫ জন পুলিশ মারা গিয়েছেন। 

এত ত্যাগ এর পরও বাংলাদেশের সামান্য কিছু লোক পুলিশকে বদনাম করে, ঘৃনা করে। তাদের উদ্দেশ্য বলতে চাই পুলিশকে ভালোবাসুন। 

স্যালুট 
পুলিশবাহিনীর প্রত্যেক সদস্যকে।                                                                                                                                                        

Friday, May 1, 2020

Upwork - My Profile link





Kaw jodi amai hire kortea chan plz amar upwork profile dekun and hire me..........
https://www.upwork.com/o/profiles/users/~01e5f5e275980945d1

Book exambd

https://book.exambd.net

ekan thekea sob dhoroner book or file pdf akarea paoa jabea

My youtoube channel

https://www.youtube.com/channel/UCXnJ16zHzHNqD6vrK7T7F2w

Somoynewstv live

https://www.somoynews.tv

রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে আজ শুক্রবার বৃষ্টি বাড়তে পারে।

রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে আজ শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে। আগামী কয়েক দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। এদিকে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আসছে। তার নাম ‘আম্ফান’। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এদিন রাজধানীতে সকাল ছয়টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত এক মিলিমিটার বৃষ্টি হয়। সেই তুলনায় দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি ভালোই হয়েছে।বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়, গতকালের মধ্যে আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে, যা দুই–তিন দিনের মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানে পরিণত হবে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ঘূর্ণিঝড় আম্ফানবিষয়ক বিশেষ বুলেটিনে বলা হয়, ৩০ এপ্রিলের কাছাকাছি সময় দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছের স্থানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ শনিবারের মধ্যে তা ঘূর্ণিঝড় আম্ফানে পরিণত হতে পারে। এটি ৩ থেকে ৫ মে তারিখের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার–চট্টগ্রাম উপকূলের দিকে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ৫ থেকে ৭ মে বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে স্বাভাবিকের চেযে বেশি উচ্চতার জোয়ারের পানি থাকতে পারে। দেশের অন্যান্য স্থানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম প্রমম আলোকে বলেন, শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। আর শুক্র বা শনিবারের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সব লক্ষণ আছে।

This is life


জীবন মানেই তো দর্শন

জীবন মানে হচ্ছে দর্শন। দর্শন এর অর্থ হলো কোনো কিছু কে চাক্ষুষ ভাবে দেখা। ঠিক তেমনি জীবন হলো সব দিক বিচার বিবেচনা করে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌছানো।         

What is Gift Card?

What is Gift Card? Gift Card One of the most popular gift card questions online is whether one can link prepaid gift cards like ...